সফিকুল আলম,হরিশ্চন্দ্রপুর,এনবিটিভি:
১১ই জুন বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা বিহার সীমান্তবর্তী ভাটোল খলিফা ঘাট থেকে মধ্য পুরা হয়ে বিনা টুলি পর্যন্ত চার কিলোমিটার রাস্তার কাজের সূচনা হলো।
এই কাজের সূচনা করেন মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য সন্তোষ চৌধুরী। জেলা পরিষদের ব্যয় বরাদ্দ ৭ কোটি ৮০ লক্ষ টাকায় সিমেন্ট কংক্রিটের এই রাস্তা নির্মিত হবে। এই রাস্তা নির্মাণ হওয়ার ফলে উপকৃত হবে চন্ডিপুড়া,গাররা-ভাটোল,মধ্যপুরা ও মিলনগড় সহ ১০ থেকে ১২টি গ্রামের মানুষ উপকৃত হলো। স্কুল কলেজ ছাত্র ছাত্রী ব্যবসায়ী সব মিলিয়ে এ রাস্তা দিয়ে দৈনিক তিন থেকে চার হাজার বাসিন্দারা যাতায়াত করত।
এদিন রাস্তার কাজের সূচনা করেন জেলা পরিষদ সদস্য সনু চৌধুরি। এছাড়া উপস্থিত ছিলেন কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধান আখতারী বিবি, গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ ইস্রাইল, আবুল কালাম ও তৃণমূল কংগ্রেসের যুব নেতা আসরাফি সহ এলাকার স্থানীয় নেতৃত্বরা।এ প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা। এই চার কিলোমিটার রাস্তা পাকা হয়ে এলাকার বহু মানুষ উপকৃত হবে।
Related articles