করোনা প্রতিরোধে সচেতন কৃষ্ণগঞ্জের সেলুন মালিক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200608-WA0004

নাজমুল সর্দার, নদিয়া, এনবিটিভি: রাজ্যে খুলেছে সেলুন। কিন্তু সেলুনে চুল-দাড়ি কাটা তো স্পর্শকাতর বিষয়ে। সেখানে সচেতন না হলে হয়! সেকথা নদিয়ার কৃষ্ণগঞ্জের সেলুন মালিক বিশ্বজিৎ প্রামানিক বুঝেছেন আগেভাগেই। তাই তিনি নজির সৃষ্টি করেছেন জেলার বুকে। নিজে পড়ছেন মাস্ক সহ সংক্ৰমন ঠেকানোর পোশাক। সেলুন  চত্বরে কারও থুতু ফেলা, অনুমতি না নিয়ে সেলুনে প্রবেশ নিষেধ। যাঁরা চুল দাঁড়ি কাটতে আসছেন, তাদের নাম ফোন নম্বর লিখে রাখছেন তিনি। কারণ, সংক্ৰমন হলে তিনি স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করতে পারবেন।

যদিও চুল দাঁড়ি কাটার নিয়ম দেখে খুশি স্থানীয় মানুষ। সেলুন মালিকের কথায়, ‘সতর্কতাই হল করোনা থেকে বাঁচার পথ। তাই এই নিয়ম পালন।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর