নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সম্মানিত সুমন খান প্রথম বারের বি + পজিটিভ রক্ত দান করিলেন।

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান রুবেল।
নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির।
সাধারণ সম্পাদক শাহ আলম তার পক্ষ থেকে জানাই সুমন খান কে অভিনন্দন ও লাল গোলাপে শুভেচ্ছা।

তুচ্ছ নয় রক্ত দান
বাচঁতে পাড়ে একটি প্রান, 🌺
৩১/০৭/২০২১ ইং
ক্ষুদ্র ক্ষুদ্র অবদানই বৃহৎ সফলতা,রক্ত দিব বাঁচাব প্রাণ সেচ্ছায় করবো রক্তদান এই শ্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে ” নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি ”
“একতা – মানবতা – সেবা” এই তিন মূলনীতি নিয়ে আমাদের শ্লোগান হল- “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিতে চাই বেঁচে থাকার সুযোগ-সুবিধা। তাই সমাজের সকল ধরনের অসহায় মানুষের জন্য একটি সুন্দর সমাজ ও সুন্দরপৃথিবী গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে সেচ্ছাসেবী সংগঠন এর পথচলা শুরু। যার নাম “ নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি। একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
আমরা সকল বেড়ে ওঠার জন্য তৈরি করতে চাই, সুন্দর একটি পরিবেশ।

মানবতার ডাকে সাড়া দিয়ে।
নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি বাংলাদেশ এর সম্মানিত
মোঃ সুমন আহম্মেদ খান
প্রথম বারের মতো + বি পজেটিভ লাল ভালোবাসা উপহার দিয়েছেন কিশোরগঞ্জ পপুলারে হাসপাতালে ।।
এক রক্তশূন্যতার রোগী কে
রোগী ও ডোনারে জন্য দোয়া রহিল।

Latest articles

Related articles