পশুর থেকেও খারাপ অবস্থায় আছে করোনা রোগীরা, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200612-WA0006

এনবিটিভি ডেস্ক: সরকারি হাসপাতালগুলিতে করোনা আক্রান্তদের এবং করোনায় মৃতদের প্রতি আচরণ পশুরা যে অবস্থায় থাকে তার থেকেও খারাপ। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত শুনানিতে বলেছে, দিল্লির অববস্থা ভয়াবহ।

বেঞ্চ বলেছে, পশুদের থেকেও খারাপ অবস্থায় রয়েছেন রোগীরা। পরিবারের লোকজন শেষ দেখার সুযোগও পাচ্ছেন না। একটি ক্ষেত্রে রোগীর দেহ পাওয়া গিয়েছে জঞ্জালের মধ্যে। দিল্লিতে সরকারি হাসপাতালে বেড খালি থাকলেও রোগীরা ভর্তি হতে হয়রান হচ্ছে। করোনা পরীক্ষাও কম হচ্ছে। কোর্ট জানিয়েছে, হাসপাতালের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা সরকারের দায়িত্ব। করোনা আক্রান্তদের যাতে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেন তা নিশ্চিত করতে হবে। শীর্ষ আদালত দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলির অবস্থা নিয়ে রিপোর্ট চেয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর