এনবিটিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪,৮২১। মৃত বেড়েছে ৪৪৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, মোট সংক্রমিত এখন ৪,২৫,২৮২। মারা গিয়েছেন মোট ১৩,৬৯৯ জন। ভারতে সুস্থতার হার এখন ৫৫.৪৮ শতাংশ।
মহারাষ্ট্রে মোট সংক্রমিত শনাক্ত ১,২৮,২০৫ জন, তামিলনাডুতে ৫৬,৮৪৫ জন, দিল্লিতে ৫৬,৭৪৬ জন, গুজরাতে ২৬,৬৮০ জন, উত্তরপ্রদেশে ১৬,৫৩১ জন, রাজস্থানে ১৪,৫৩৬ জন, পশ্চিমবঙ্গ ১৩,৫৩১ জন। মধ্যপ্রদেশে ১১,৭২৪, হরিয়ানায় ১০,২২৩ জন আক্রান্ত। জম্মু কাশ্মীরে আক্রান্ত ৫,৯৫৬ জন, বিহারের ৭,৬৬৫ জন, মৃত ৫১ জন।