এনবিটিভি, মুর্শিদাবাদ : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সর্বভারতীয় পর্যায়ে সামাজিক সংগঠন রূপে বিশেষ পরিচিতি লক্ষ্য করা যায় ।বন্যা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণের কাজ সহ বিভিন্ন সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায় সংগঠনটিকে। বর্তমানে কোভিড ১৯ মহামারীর সময় অক্সিজেনের যোগান, অ্যাম্বুলেন্সের ও বেডের ব্যাবস্থা এমনকি করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে যখন তাঁদের নিকটআত্মীয়রা কাছে যেতে ভয় পাচ্ছে ঠিক সেই মুহূর্তে পপুলার ফ্রন্টের সদস্যারা সারা ভারতে নিজের জীবনের মায়া না করে বিভিন্ন ধর্মের মানুষদের শেষকৃত সম্পন্ন করে চলেছে যেটা গোটা ভারতে নজির সৃষ্টি করেছে।
মঙ্গলবার এক গর্ভবতী মহিলাকে বাঁচাতে রোজা ভেঙে রক্তদান করলেন মুর্শিদাবাদের ইসলামপুর থানার টেকারায়পুরের পপুলার ফ্রন্টের সদস্য পিয়ারুল ইসলাম। কাশিমনগরের চুমকি খাতুন নামে গর্ভবতী মহিলার পেটেই বাচ্চা নষ্ট হয়ে যায় ফলে ব্যাপক ব্লেডিং শুরু হয়ে ।এই কথা শোনার পর নিজে থেকেই রক্তদানে এগিয়ে আসে পিয়ারুল ইসলাম। আজ দুপুর ১ ঘটিকায় সময় ডোমকল সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে রক্তদান করেন পিয়ারুল।এই রমজান মাসে রোজা ভেঙ্গে রক্তদান করে গর্ভবতী মহিলার জীবন বাঁচাতে এগিয়ে আসায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করতে লক্ষ্য করা যায় ।