লাগাতার বিক্ষোভের মুখে বাগআঁচড়া পঞ্চায়েতের সদস্যরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200617-WA0016

নাজমুল সর্দার,শান্তিপুর,এনবিটিভি:
আফফান দুর্যোগে সরকারি সহযোগিতার স্বজনপোষণের অভিযোগে গতকাল পঞ্চায়েত অফিসে মহিলারা বিক্ষোভ দেখান প্রধান, উপপ্রধান এবং মেম্বারের বিরুদ্ধে। গতকালই সন্ধ্যে সাতটা নাগাদ ওই অঞ্চলের ১২ নম্বর সংসদ বাগদেবী তলা এলাকার পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন, অঞ্চল তৃণমূল সভাপতি সাধন ঘোষ ঘটনাস্থলে এসে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। পরিস্থিতি জটিল হলে শান্তিপুর থানা পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। আজ সকল গ্রামের মহিলা মিলে দুটি ম্যাটাডোর ভর্তি করে মহিলারা ভিডিও সুমন দেবনাথ এর কাছে পৌঁছান অভিযোগ জমা দিতে, ঘটনাস্থলে ওই মহিলাদের পাশে পৌঁছান সাংসদ জগন্নাথ সরকার।
জগন্নাথ বাবু জানান “জেলার সর্বত্র তৃণমূল দুর্নীতি করছে ত্রান এবং সরকারি সহযোগিতা নিয়ে। বিডিও কে বলেছি, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য”।
অঞ্চল সভাপতি সাধন ঘোষ জানান, “একটি সংসদে তিন-চারজন সহযোগিতা পাওয়ার মতো পরিস্থিতি হয়েছে ঝড়ে , বাকিদের বিজেপি থেকে ভুল পথে পরিচালিত করে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। মেম্বারের তালিকাকৃত নাম অনুসন্ধান করে তবেই বিডিও মঞ্জুর করে, সেখানে স্বজনপোষণের কোন জায়গা নেই”।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর