এনবিটিভি ডেস্ক: টানা ৮৩ দিন পর পেট্রোল-ডিজেলের দাম বাড়ল। সোমবার প্রথম দিনেই লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল ৬০ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম হল লিটার প্রতি ৭৮ টাকা ৯১ পয়সা। ডিজেল হল লিটার প্রতি ৬৬ টাকা ১৭ পয়সা। যদিও দেশের প্রায় ৮০ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করে ভারত। যার জেরে টাকা ও ডলারের বিনিময় পাল্টানোর জন্য খুচরো তেলের দাম বদলানো হয়।