এনবিটিভি ডেস্ক: মঙ্গলবার ওয়েলফেয়ার পার্টির এক প্রতিনিধি দল দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর থানার বেনিয়াবউ গ্রামের পুলিশ কর্মী সুরাব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ৬ই আগষ্ট সোনারপুর থানার পুলিশ স্টাফ নির্মমভাবে পেটায় সুরাবকে। ঘটনাটি সোশ্যাল মিডিয়া মারফৎ জানতে পারলে পার্টি তাঁর উপর এই পৈশাচিক পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছিলেন। মঙ্গলবার পার্টি তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য মহিলা ইনচার্জ রোহিনা খাতুন, দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক কুরবান আলি লস্কর এবং দক্ষিন ২৪ পরগনা জেলা মহিলা ইনচার্জ রসিদা বিবি।