ত্বক ও চুলের সেরা চিকিৎসা কেন্দ্র এ এন হিলিং টাচ মাল্টি স্পেশালিটি ক্লিনিক

পূজার আগে ত্বক ও চুলের সেরা চিকিৎসা কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করল এ এন হিলিং টাচ মাল্টি স্পেশালিটি ক্লিনিক। দক্ষিণ কলকাতার একডালিয়ায় শুক্রবার আনুষ্ঠানিক ভাবে যুবক যুবতীদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে পথ চলা শুরু করল এই প্রতিষ্ঠান । ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে ক্লিনিকের শুভ সূচণা করলেন চিকিৎসা কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার অরিন্দম মাইতি। নবগত প্রজন্মের চুল, ত্বক ও নানা সৌন্দর্য মূলক সমস্যা সমাধানের বিশ্বস্থ মাধ্যম হিসেবে কাজ করবে জানান প্রতিষ্ঠানের আর এক কর্ণধার ডাক্তার অরিন্দম বন্দ্যোপাধ্যায়। ডাক্তার অরিন্দম বন্দ্যোপাধ্যায়, শুভ্রপ্রকাশ নন্দী, নবনীতা বন্দ্যোপাধ্যায় সহ অনান্যরা এদিন উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন। বর্তমান সময়ে দূষণের ফলে স্বাস্থ্য সচেতন নতুন প্রজন্মের চুল,ত্বক,সহ সৌন্দর্য মূলক নানা গুরুত্বপূর্ণ উপাদান গুলি স্বল্প খরচে চিকিৎসার মাধ্যমে সুন্দর করে তুলতে এই প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছে বলে এক বাক্যে জানান তারা। এক ছাদের নিচে চুল,ত্বক সহ ফিজিওথেরাপি ও হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে স্বল্প খরচে এই প্রতিষ্ঠানের বিকল্প অন্য কিছু হতে পারেনা বলে জানান প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাক্তার অরিন্দম মাইতি।

এখানে যোগাযোগ করতে চাইলে টোল ফ্রি নম্বর 1800-890-2038 ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.anhealingtouch.com এ লগ ইন করতে হবে।

Latest articles

Related articles