এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): ব্যাঙ্গালোরে কর্মরত বড়ো খলা সমষ্টির বুড়িবাইল প্রথম খন্ডের মেহেদি হাসান বড়ভূঁইয়া হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন জানা গেছে৷ ব্যাঙ্গালোরের রুমে ঘুমের মধ্যে মারা গেছেন মেহদী হাসান৷ বাড়িতে রয়েছেন মা, স্ত্রী এবং ছোট একটি শিশু সন্তান, পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে মারা যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ মেহেদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বড়খলার প্রাক্তন বিধায়ক রুমি নাথ৷ রুমি নাথ মেহেদির বাড়িতে এসে পরিবারের প্রতি সমবেদনা জানান, সেইসাথে মৃতদেহ ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আনার সহযোগিতা করেন এবং পরিবারের হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা