কৃষকদের দখলে লালকেল্লা! জাতীয় পতাকার সঙ্গে উঠল কৃষকদের পতাকা, জড়ো হচ্ছে বিশাল সংখ্যক কৃষক

নিউজ ডেস্ক : লালকেল্লা এখন কৃষকদের দখলে। দিল্লি পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে লালকেল্লা চত্বরে প্রবেশ করে প্রতিবাদকারী কৃষকদের মিছিল। স্বাধীনতা দিবসে যে স্থান থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেখানে জাতীয় পতাকার পাশে উত্তোলন করা হয়েছে কৃষকদের পতাকা। ইতিমধ্যেই বিশাল সংখ্যক কৃষকদের ভিড় সেখানে একত্রিত হয়ে পুরো লালকেল্লা নিজেদের দখলে নিয়েছে। দিল্লি পুলিশ বারবার চেষ্টা করেও এখনো পর্যন্ত কৃষকদের পতাকা নামাতে সক্ষম হয়নি লালকেল্লার চূড়া থেকে। এই পতাকা হাতে পুলিশ না নামাতে পারে সেই লক্ষ্যে আরো ব্যাপক সংখ্যায় আন্দোলনকারী কৃষকরা হচ্ছে লাল কেল্লার আশেপাশে।

এদিকে দিল্লি পুলিশের বারবার কাঁদানে গ্যাস এবং টিয়ার গ্যাস উপেক্ষা করে আজ ট্রাক্টর মিছিল পরিচালনা করে কৃষকদের অনেক সংগঠন। দিল্লি পুলিশের আক্রমনে মৃত্যু হয়েছে এক কৃষকের। তবে এই হিংসাত্মক ঘটনায় পুলিশের তরফ থেকে কৃষক সংগঠনগুলিরকে দায়ী করা হলেও কৃষক সংগঠনগুলি এই দায় নিতে অস্বীকৃতি জানিয়ে উল্টে পুলিশের ওপর দোষারোপ করেছে। কৃষক সংগঠনগুলির তরফ থেকে এই হিংসার তীব্র নিন্দা জানানো হয়েছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজেপি কর্মীদের তরফ থেকে গুজব ছড়ানো হচ্ছে, জাতীয় পতাকার থেকে উঁচুতে উত্তোলন করা হয়েছে কৃষকদের পতাকা। উল্লেখ্য কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল খালিস্তানি জঙ্গী সংগঠনের তরফ থেকে হুমকি দেয়া হয়েছে লালকেল্লায় জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলন করা হবে।

Latest articles

Related articles