মুর্শিদাবাদ জেলার সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে দীর্ঘ ৫২ বছর ধরে ঝড় সংবাদ সাহিত্য সাপ্তাহিক এর নিবিষ্ট পদচারণা। চরিত্রে আপোষহীন এই সাপ্তাহিক পত্রিকাটি এখন সারা রাজ্যে বিদগ্ধ মহলে সুপরিচিত। ২০১৯ সালের দোসরা মার্চ বহরমপুর শহরের গ্র্যান্ট হলে অনুষ্ঠিত ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছিল অতীতের পাতা থেকে কিছু সুনির্বাচিত লেখা নিয়ে একটি বিশেষ সংকলন প্রকাশিত হবে, সেই ঘটনারই বাস্তবায়ন ঘটল এদিন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভাকক্ষে। এদিন ভিড়ে ঠাসা সভাকক্ষের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক সহ বিশিষ্টজন। সঙ্গীত আবৃতি ও আলোচনায় সমৃদ্ধ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একটি সভাপতিমণ্ডলী। সভাপতিমণ্ডলীতে ছিলেন অধ্যাপক কামাখ্যা প্রসাদ গুহ, অধ্যাপিকা সন্ধানী রায় চৌধুরী। সৈয়দ খালেদ নৌমান, মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সম্পাদক বিপ্লব বিশ্বাস এবং পাক্ষিক রঙধনু পত্রিকার বর্ষীয়ান সম্পাদক জয়নুল আবেদিন। দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে একটি প্রস্তাব করেন ওই পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য অমর মণ্ডল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ‘ঝড়‘ সম্পাদক মন্ডলীর সদস্য চন্দ্রপ্রকাশ সরকার। ক্ষুদ্র সংবাদপত্রের জগতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন কামাক্ষা প্রসাদ গুহ্ম জয়নুল আবেদীন ও সৈয়দ খালেদ নৌমান। মূল আলোচনায় দেশ ও দশের কল্যাণে ‘ঝড়‘কে আরও এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সম্পাদক অচিন্ত্য সিংহ।