নিউজ ডেস্ক : খুব সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহে তাদের অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এবার মুসলিম বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে অগ্রগামী দেশ তুরস্ক ঘোষণা করল তারা আগামী দুই বছরের মধ্যে নিজেদের তৈরি রকেট এর সাহায্যে চাঁদে নামবে। ঘোষণাটি এসেছে সরাসরি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের মুখ থেকে।
তিনি বলেন, “আমাদের জাতীয় মহাকাশ গবেষণার প্রাথমিক এবং প্রধান লক্ষ্য হলো আমাদের প্রজাতন্ত্রের ১০০ বছর পূর্তির পূর্বেই আমরা চন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপন করব।” এই লক্ষ্যে তুরস্ক কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। ইতিমধ্যে তুরস্ক এই প্রকল্পের কাজ শুরু করেছে বলেও জানা গেছে।
তুরস্ক তাদের চন্দ্র অভিযান মূলত দুটি পর্বে সম্পন্ন করবে বলে জানান এরদোগান। তিনি আরো বলেন, ” আমরা প্রথম পর্বে ২০২৩ সালের শেষ পর্যন্ত লোয়ার অরবিটে হাইব্রিড রকেট উৎক্ষেপণ করব। ইনশাআল্লাহ আমরা নিজেদের তৈরি রকেট এর সাহায্যে চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করব।”