মালদাঃ পণের টাকা না দেওয়ায় স্ত্রীকে শিলনোড়া দিয়ে প্রাণে মারার চেষ্টা স্বামীসহ পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার ছিটকা মহল এলাকায়। আহত স্ত্রী বন্দনা সরকার (২২) মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ছয় মাসের এক শিশু কন্যাও রয়েছে। মেয়ের বাবার বাড়ি বৈষ্ণবনগর থানার সুকদেবপুর এলাকায়।
অভিযুক্ত স্বামী রাজকুমার সরকার ও শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ জানিয়েছে বন্দনা সরকারের পরিবার।
জানা যায়, পেশায় শ্রমিক রাজকুমার সরকার তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫০০০ টাকা নিয়ে আসতে চাপ দেয়। সেই টাকা না নিয়ে আসতে পারায় দিনের পর দিন তাকে মারধর এমনকি আগুনে পুড়িয়ে প্রাণে মারার চেষ্টা এর আগে চালায় বলে স্ত্রীর অভিযোগ। শুক্রবার রাত্রি ৯টা নাগাদ সেই টাকা না নিয়ে আসায় চরম বচসা বাধে, তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা তারপর না পারায় শিলনোড়া দিয়ে মাথায় আঘাত করে মারার চেষ্টা চালায়। কোনোক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচে গৃহবধূ। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনা গাজোল থানায় অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।