কেন্দ্রীয় সরকারের নয়া কৃষক আইনের প্রতিবাদে কৃষক আন্দোলন শত দিবস ও ছাড়িয়ে গেছে অথচ এই বিষয়ে কেন্দ্রের কোনো ভ্রুক্ষেপ নেই। এখনো পর্যন্ত এই আন্দোলন পাঞ্জাব,দিল্লি, উত্তরপ্রদেশ এর মত গুটি কয়েক জায়গাতেই সীমাবদ্ধ ছিল তবে এবার এই আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দিতে উদ্ধোগী হয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তারই অঙ্গ হিসেবে নির্বাচনের ঠিক আগে বাংলায় ১৩ মার্চ অর্থাৎ শনিবার র্যালি করবেন সংযুক্ত কিষান মোর্চা প্রধান রাকেশ টিকাইত। তিনি বলেছেন, ‘১৩ তারিখ বাংলায় আমি বৈঠক করব। র্যালি হবে কলকাতা ও নন্দীগ্রামে। ওখানকার কৃষকদের সঙ্গে কথা বলব।’
আজ রাকেশ টিকাইত গেছেন যোধপুর। সেখানে এক কৃষক সভায় তিনি অংশ নেবেন। জানা গেছে, ২৬ মার্চ কৃষক আন্দোলনের চার মাস পূর্ণ হবে। সেই উপলক্ষ্যে ওই দিন ভারত বন্ধের ডাক দিতে চলেছে সংযুক্ত কিষান মোর্চা। প্রশ্ন হচ্ছে, পরেরদিনই বাংলায় শুরু ভোট। তাই বন্ধের প্রভাব কতটা পড়বে ভোটে, তা নিয়ে থাকছে প্রশ্ন। আরও একাধিক কর্মসূচি রয়েছে কৃষক সংগঠনের।
বাংলায় ভোটের ঠিক আগে কৃষকদের এই র্যালি নিয়ে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। বিশেষত নন্দীগ্রাম নিয়ে। সেখানেও র্যালি করবেন রাকেশ টিকাইত। নন্দীগ্রাম এবার বাংলার ভোটে হাইপ্রোফাইল কেন্দ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার উপর দু’দিন আগে নন্দীগ্রামে মমতার উপর ‘হামলা’ হয়েছে। এই পরিস্থিতিতে কৃষক সংগঠনের র্যালি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।
Related articles