বহরমপুর,হাসান বাসির : বহরমপুরের মোহন,বহরমপুরবাসীর ঐতিহ্য আবেগের সাক্ষী। এবার সেই “মোহন” একটি সাধারণ সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্স ছাড়িয়ে পরিণত হল বিশাল মলে। মলের মধ্যে শ্রীনিকেতন,মোর এর বড় বড় দোকান ছাড়াও গড়ে উঠেছে আরও অনেক ছোট ছোটো দোকানও।এক কথায় প্রয়োজনীয় জিনিস এখন বহরমপুরে এক ছাদের তলায়।বহরমপুরবাসীর মোহন ঐক ইতিহাসের সাক্ষী।শহরের প্রথম সিনেমা হল থেকে আজ সে শহরের প্রথম মল। “শহরের প্রথম ” কথাটার মধ্যে যে আবেগ থাকে মোহন সেই আবেগের ধারক।গতকাল মোহনের উদ্বোধনে এসেছিলেন টলিউডের সুপারস্টার জিৎ। ভিড় পরছিল উপছে। করোনাতঙ্কের মধ্যেও মোহনের উদ্বোধনে কোনো বাধা আসেনি বললেই চলে।