ভাঙচুর তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিস অভিযোগ সংযুক্ত মোর্চার উপর

ভাঙচুড় তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিস। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের ভূমরু 170 নম্বর বুথে। ঘটনার সূত্রপাত দুদিন আগে তৃণমূল কংগ্রেসের ভূমরু অঞ্চলে কর্মী সভায় হয় তারি পাল্টা কর্মীসভা করেন সংযুক্ত মোর্চা। সেই সবার শেষে ফেরার পথেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বলে ভাঙচুর করা হয় অভিযোগ। স্থানীয় বাসিন্দা সূত্রের খবর তৃণমূল কংগ্রেস কর্মীরা রাতের অন্ধকারে নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙে সংযুক্ত মোর্চা কর্মীদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে জানা গেছে। পুরো ঘটনাটাই খতিয়ে দেখছে কাশিপুর থানার পুলিশ।

Latest articles

Related articles