করোনা আক্রান্ত হয়ে মৃত্যু আজতকের সাংবাদিক রোহিত সারদানার

নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক এবং জাতীয় স্তরের হিন্দী টিভি চ্যানেল আজতকের সঞ্চালক রোহিত সরদানা। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন। সাংবাদিকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। রোহিত সারদানার মৃত্যু নিয়ে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ট্যুইট, খুবই ভয়ঙ্কর খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। আজ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।

এবিপি নিউজ এর চিত্রা ত্রিপাঠী রোহিত সারদানা মৃত্যুর খবরে লিখেছেন, খুব সুন্দর হাসি খুশি পরিবার তার। দুটি মেয়ে আছে। এই ভাবে জিবন যুদ্ধে হেরে যাওয়া ঠিক হয়নি সরদানাজি।

উল্লেখ্য তিনি আজ তকে দাঙ্গাল নামক এক বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। তিনি আজ তকে সাংবাদিক সঞ্চালক হিসেবে যোগদানের পূর্বে জি নিউজের হয়ে কাজ করতেন। সেখানে তিনি তাল ঠককে নামক এক বিতর্ক অনুষ্ঠান সঞ্চালনা করতেন। তাকে বিজেপি ঘনিষ্ট সাংবাদিক হিসেবে মনে করা হত সংবাদ জগতে।

Latest articles

Related articles