সৌদিতে ঈদ কাল না পরশু? জানাল জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন

সাইফুল্লা লস্কর : পবিত্র রমজানের ১ মাস ব্যাপী সিয়াম সাধনার সারা বিশ্বের মুসলিমরা ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। মুসলিম জনবসতি আছে এমন সব জায়গায় শপিং মল গুলিতে উপচে পড়া ভিড় এখন। সবাই ব্যস্ত ঈদের কেনাকাটায়। ভারতে করোনা প্রকপের মাঝেও ঈদের কেনাকাটা সতর্কতা মেনেই চলছে পুরো দমে। তবে সবার মনে প্রশ্ন ঈদ কবে হচ্ছে এবার। রমজানের ৩০ রোজা কি পূর্ণ হবে নাকি ২৯ টি। তার জন্য উপমহাদেশের মুসলমানরা তাকিয়ে আছেন সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের ঈদের চাঁদ দেখার দিকে। কারণ সাধারণত দেখা যায় সৌদি আরবে ঈদের ঠিক পরের দিন ঈদ উদযাপিত হয় উপমহাদেশের বেশিরভাগ অংশে।

তাই সৌদি আরবে চাঁদ দেখার খবরের দিকে তাকিয়ে আছে সবাই। এদিকে সৌদি আরবে আজ মঙ্গলবার সবাইকে চাঁদ দেখার জন্য অনুরোধ করা হয়েছে সরকারি ভাবে। কেউ কোনো যন্ত্র বা খালি চোখে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে খবর দিতে বলা হয়েছে। কারণ সেখানে চাঁদ দেখার এবং ঈদ উদযাপনের ঘোষণা সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়। তবে জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে আজ ঈদের চাঁদ দেখা যাবে না সৌদি আরবে। তাই ৩০ রোজা সম্পন্ন হওয়ার পরই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি এই বছর। এই হিসেবে উপমহাদেশে ঈদ হতে পারে ১৪ ই মে তারিখে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান মাজেদ আবু জারা বলেন, ১১ মে দেশের কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই। তাই ১৩ মে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Latest articles

Related articles