নিউজ ডেস্ক : প্যালেস্টাইনের উপর সাম্রাজ্যবাদী অত্যাচার শুরু করেছে ইহুদী রাষ্ট্র ইসরাইল। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এই অত্যাচার। বিশ্বব্যাপী যখন মুসলিম উম্মাহ রোজাব্রত পালন করছে এবং ঈদ উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন ফিলিস্তিনী মুসলিম ভাইদের রক্ত ঝরছে। এই হামলার প্রতিবাদের ঝড় উঠেছে সারা বিশ্বে। জাতিসংঘ, মানবধিকার সংগঠন, তুরস্ক সহ বিভিন্ন দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশও প্রতিবাদ জানিয়ে প্রেস বার্তা দিয়েছেন।
৭মে রমজাম মাসের শেষ শুক্রবার মসজিদুল আকসাতে জুম্মার নামাজ পড়ে বাঁধাদেয় ইসরাইল, বলো প্রয়োগ, লাঠি চার্জ, গুলি বর্ষণ, কাঁদানে গ্যাস প্রয়োগ করে নামাজ পড়তে আসা মানুষদের তাড়িয়ে দেয় ইসরাইল। প্রতিরোধ গড়ে তোলে প্যালেস্টাইল জনগণ। ইসরাইলের
হামলাতে নিহত ৩২, আহত দুই শতাধিক।
সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজামান প্রেস বার্তাতে বলেন, “যায়নবাদী ইহুদি সরকার বিনা প্ররোচনায় নামায রত নিরীহ মুসলিমদের উপর সেনা বাহিনী লেলিয়ে দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনীদের ব্যাপক হতাহত করছে। সন্ত্রাসী রাষ্ট্র ইজরাইলের এই সহিংস তৎপরতার তীব্র ভাষায় নিন্দা করি। ভারত সরকারের কাছে আবেদন, তারা যেন এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা করেন।”