৫১ কোটি ভ্যাক্সিন জুলাইয়ের মধ্যেইঃ হর্ষবর্ধন

স্বস্তি দিয়ে দেশে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক সংক্রমণ এখনও ৩ লক্ষের উপরে। সংক্রমণের রাশ টানতে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। তবে নানা রাজ্য থেকে টিকার অপ্রতুলতার খবর আসছে। এর মাঝে আশার আলো দেখালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। তিনি দাবি করেছেন জুলাই মাসের মধ্যেই ৫১.৬ কোটি দেশবাসী টিকা(Vaccine) পাবেন। তিনি এদিন জানান, এখনও পর্যন্ত ১৮ কোটি দেশবাসী করোনা টিকা পেয়েছেন।

গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছেন, টিকার চাহিদার কথা মাথায় রেখে যোগান বৃদ্ধি করা হচ্ছে। জুলাই মাসের মধ্যেই ৫১.৬ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্পুটনিক ভি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরো চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে।

Latest articles

Related articles