ইহুদি উপাসনালয় ভেঙে নিহত ২ ইসরাইলি, আহত ১৬০ জন

নিউজ ডেস্ক : অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত এবং কাপুরুষোচিত বিমান হামলায় প্রতি নিয়ত অধিকৃত গাজায় প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ। এবার বোধ হয় নিজেদের অপকর্মের ফল অন্য ভাবে ভোগ করতে হচ্ছে অবৈধ বাসিন্দাদের। অধিকৃত পশ্চিম তীরে এই সিনাগগ ভেঙে দু’জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়েছে। গিভাত জিভের একটি ইসরাইলি বসতিতে রবিবার এই ঘটনা ঘটে।

জেরুসালেমের বাইরে রবিবার ইহুদি শাভত ভোজসভার জন্য ওই সময় বহু লোক সিনাগগে জমায়েত হয়েছিল।

ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা বিভাগের ম্যাগেন ডেভিডন অ্যাডম বলেন, নিহত দুজনের একজন হলেন ৪০ বছর বয়স্ক পুরুষ ও অপরজন ১২ বছর বয়স্ক এক কিশোর।

খবরে বলা হয়, প্রার্থনার সময় গ্র্যান্ডস্ট্যান্ড সিটিংটি ভেঙে পড়ে। জেরুসালেম পুলিশ কমান্ডার ডরন টুজেনম্যান বলেন, ওই স্থানে প্রার্থনা করা নিষিদ্ধ ছিল। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ইহুদিদের একটি তীর্থযাত্রা পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়।

Latest articles

Related articles