কোভিডের দ্বিতীয় ঢেউ একটু বেশিই নাড়িয়ে দিয়েছে দেশকে। মে মাসের শুরুতে সংক্রমণ লাগামছাড়াভাবে বেড়েছিল। একটা সময় চার লাখের গণ্ডিও পেরিয়ে গিয়েছে। তার পর ধীরে ধীরে নেমেছে করোনার গ্রাফ। দেখা গিয়েছে, শিখরে ওঠার ৩ সপ্তাহের মধ্যেই দৈনিক সংক্রমণ নেমেছে ৫০ শতাংশ।
৮ মে দেশে সংক্রমণের গ্রাফ শিখরে পৌঁছেছিল। সেদিন নতুন করে আক্রান্ত হয়েছিল ৩ লক্ষ ৯১ হাজার ২৬৩ জন। শনিবার দেখা গেল, দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখেরও কম মানুষ। ১ লক্ষ ৯৫ হাজার ১৮৩ জন। অর্থাত্ তিন সপ্তাহের মধ্যেই দৈনিক সংক্রমণ অর্ধেক হয়েছে।
করোনার প্রথম ঢেউয়ে কিন্তু এ রকম হয়নি। অর্থাত্ শিখরে ওঠার পর এত তাড়াতাড়ি দৈনিক সংক্রমণ অর্ধেক হয়নি। ১৭ সেপ্টেম্বর দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৩ হাজার ৭৩৫ জন। প্রথম ঢেউয়ে ওটাই সর্বোচ্চ। এর পত ৩০ অক্টোবর দৈনিক সংক্রমণ এর অর্ধেক হয়। ৬ সপ্তাহ পরে সেটা সম্ভব হয়েছিল।
তবে দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণের মতে মৃত্যুর হার কিন্তু এখনও এতটা কমেনি। তিন সপ্তাহে মাত্র ১৮ শতাংশ কমেছে মৃত্যুর হার। রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। মারা গিয়েছেন ৩ হাজার ৬৪০ জন। আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। তাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।
Related articles