শেখ সাদ্দাম, মালদাঃ আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার শ্রমিকের। এবার কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে মালদা জেলার এক শ্রমিকের। মৃতের নাম মোজাহার আলি (৪৮), বাড়ি রতুয়া ১ ব্লকের চাঁদমুনি ১ গ্রাম পঞ্চায়েতের মালোপাড়ায়। পরিবার সূত্রের জানা যায়, গত রবিবার কেরলে তাঁর মৃত্যু হয়। বুধবার দেহ বিমানে কোচি থেকে দমদম বিমান বন্দর হয়ে রাতেই গ্রামের বাড়িতে পৌঁছায় দেহ। বাড়িতে পৌঁছাতেি কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা।
জানা যায় বাড়িতে রয়েছে তিনটি মেয়ে ও একটি ছেলে। নিজের রাজ্যে শ্রমিকের কাজ করে কুলান হতো না তাই ভিন রাজ্যে কাজে গিয়ে একটু বেশি মজুরি পাবেন তাতে হয়তো পরিবারের মুখে ভালোভাবে অন্ন তুলে দিতে পারবেন তাই তাই পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। কেরালার কোট্যাম জেলার চিংভনমেয়ের একটি রবার ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি সেখানকার নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলে আর বাঁচানো যায়নি তাকে।
মৃত শ্রমিকের স্ত্রী জাহানারা খাতুন জানান, স্বামী চারমাস আগে কেরলে গিয়েছিলেন। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন। ঈদুল আযহা-র আগে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কথা ছিল পরিবারের সাথেই পালন করবেন খুশির ঈদ কিন্তু আর কথা রাখা হল না মোজাহার আলির।
দেহ কেরালা থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে শ্রমিক সংগঠন সিটু। সিটুর পক্ষে জোসেব, রাসেল মৃতদেহটিকে রতুয়ার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করেন।
Related articles