দলবদলুদের ঘরে ফেরানো নিয়ে কড়া সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদের  তৃণমূল নেতৃত্ব

এবার দলবদলুদের ঘরে ফেরানো নিয়ে কড়া সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদের  তৃণমূল নেতৃত্ব। একুশের ভোটে তৃণমূলের চমকপ্রদ ফলের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে দলত্যাগীদের ফের ঘরে ফেরার হিড়িক। তবে সবাইকে গ্রহণ করবে না দল। শুক্রবার এমনই জানালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান।

শুক্রবার বিকালে বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, দলবদলুরা দলে ফিরতে চাইলে আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন খতিয়ে দেখা হবে। সেখানে পাশ হলে তারপর আবেদনের কথা জেলা নেতৃত্ব জানাবে রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দিলে তবেই তাদের দলে যোগদান করানো হবে। অন্যথায় নয়। তাছাড়া জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া কোথাও কোনও যোগদান কর্মসূচিও হবে না। বার্তা আবু তাহের খানের।

Latest articles

Related articles