সংযুক্ত আরব আমিরশাহী প্রবেশে নিষেধাজ্ঞা ভারত, বাংলাদেশ-সহ ১৪ দেশের

এনবিটিভি ডেস্ক: এবার সংযুক্ত আরব আমিরশাহীতে প্রবেশ করতে পারবেনা বাংলাদেশ -সহ বিশ্বের ১৪টি দেশের মানুষ। এমনই নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বৃহস্পতিবার (১ জুলাই) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

 

সেই দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া। ডব্লিউএএমের খবরে বলা হয়েছে, ভ্রমণ মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা সম্পর্কিত সব সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ব্যাপারে জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাশাহীর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গত মে মাসেও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছিল আমিরশাহী সরকার। এবার সেই নিষেধাজ্ঞার দেশের সংখ্যাটাও আরও বাড়ল।

Latest articles

Related articles