ফের প্রত্যাবর্তন ভারতের প্রাক্তন অধিনায়কের। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে ফিরিয়ে আনা হল মহম্মদ আজহারউদ্দিনকে। সংস্থার ওম্বুডসম্যান দীপক বর্মা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি গোটা অ্যাপেক্স কাউন্সিলকেই বাতিল করে দিয়েছেন তিনি।
সাময়িক ভাবে একটি আদেশ জারি করেছেন বর্মা। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সহ-সভাপতি কে জন মনোজ, আর বিজয়ানন্দ, নরেশ শর্মা, সুরেন্দর অগ্রবাল এবং অনুরাধাকে নির্বাসিত করা হচ্ছে।
কিছুদিন আগে এই অ্যাপেক্স কাউন্সিলই আজহারউদ্দিনকে নির্বাসিত করেছিল। তাদের দাবি ছিল, সংস্থার সংবিধানের নিয়ম ভেঙেছেন আজহার। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছিল।
কিন্তু বর্মা জানিয়েছেন, নিজে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অ্যাপেক্স কাউন্সিলের নেই। তাই আজহারউদ্দিনকে নির্বাসিত করার যে সিদ্ধান্ত, তা বাতিল করা হচ্ছে।
শুধু তাই নয়, প্রত্যেক সদস্যকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে আজহারউদ্দিনের বিরুদ্ধে এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।
বর্মা বিবৃতিতে লিখেছেন, “পরিষ্কার বোঝা গিয়েছে যে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বদলে কিছু কর্তা নিজেদের মধ্যে রাজনীতির খেলা খেলছেন, যার কারণ তারাই জানেন। এতে ক্রিকেট সংস্থার আসল কাজই ব্যাহত হচ্ছে।” ফলে আজহারউদ্দিন ফের মসনদে বসলেন।