লকডাউনের প্রতিবাদে থালা হাতে রাস্তায় নেমেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক : লক ডাউনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা এবং শিল্প ক্ষেত্র। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থাও তলানিতে। এই অবস্থায় মানুষ সরকারের সাহায্য প্রার্থী। কিন্তু প্রয়োজনের তুলনায় সরকারের সাহায্য পাওয়াই যাচ্ছে না তেমন। তাই এক অভিনব প্রতিবাদের পথে বেছে নিলেন বাংলাদেশের রাজশাহীর ব্যবসায়ীরা। রাস্তায় থালা হাতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন আজ।

বাংলাদেশের জনপ্রিয় দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ৮ই জুলাই রাজশাহীর সাহেব বাজার এলাকায় বহু স্থানীয় ব্যবসায়ী রাস্তায় নেমে লক ডাউনের প্রতিবাদ করেন। তাদের তরফ থেকে জানানো হয়, তাদের কর্মীদের বেতন মেটাতে পারছেন না তারা। তাই লক ডাউন প্রত্যাহার করতে হবে।

ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী বলেন, টানা লকডাউনে আমরা কর্মচারীদের বেতন দিতে না পারায় বাধ্য হয়ে নামতে হচ্ছে রাস্তায়। আমরা লকডাউনের প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।

উল্লেখ্য, বাংলাদেশে এখন শাটডাউনের মতো অবস্থা জারি রয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ঠেকাতে এই কড়া লক ডাউন কার্যকর করতে রাস্তায় নেমেছে দেশটির সেনাবাহিনী। গতকাল, দেশটির স্বাস্থ্য দপ্তরের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ১১,০০০ পার হয়ে গিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা দেশটিতে ইতিমধ্যেই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ ডেল্টা এবং ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্ত বলে জানা গিয়েছে।

Latest articles

Related articles