শনিবারই চরম হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের শ্রমিক নেতা৷ এবার বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিল বাংলা পক্ষও৷ তাঁদের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ‘‘বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে৷ বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের প্রতিবাদে এবার পাহাড় থেকে মোহনা, সর্বত্র লড়াই সংগ্রাম সংগঠিত করা হবে৷’’
আরও পড়ুন: ‘বয়স পেরোলে এমনিই যুব মোর্চা ছাড়তে হয়’, টানাপোড়েনের মাঝেই অকপট সৌমিত্র
এদিন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বটতলার মোড়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাপক্ষের চম্পাহাটি এলাকা কমিটি৷ আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি জন বার্লা, সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক এই রাজ্যকে ভাগ করার সপক্ষে একাধিক কদর্য্য উক্তি করেছেন৷ তার প্রতিবাদেই এই কর্মসূচি৷
বাংলা পক্ষ’র সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার প্রতিটি বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, “বাংলা পক্ষ বাংলা ও বাঙালির শত্রুদের বিরুদ্ধে রক্ত দিয়ে হলেও শেষ পর্যন্ত লড়বে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে৷ পাহাড় থেকে মোহনা- বাংলা পক্ষ লড়ছে। এবার তা আরও জোরদার করা হবে৷”
আরও পড়ুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারাসাতে অবস্থান-বিক্ষোভে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
বঙ্গভঙ্গ বিরোধী এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাপক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতি, ডাঃ অরিন্দম বিশ্বাস, জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী, চম্পাহাটি এলাকা কমিটির সম্পাদক শাহিদ ইকবাল মোল্লা প্রমুখেরা৷ পথসভার শেষে শতাধিক সদস্যদের উপস্থিতিতে একটি দীর্ঘ মশাল মিছিল এলাকা পরিক্রমা করে। জন বার্লা, সৌমিত্র খাঁ এবং রাজু বিস্তারের কুশ পুতুলও পোড়ান আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, শনিবার বারাসত শহর কমিটির রক্তদান শিবিরের মঞ্চে দাঁড়িয়ে বাংলাভাগের চক্রান্তকারী বিজেপি নেতাদের অঙ্গচ্ছেদের নিদান দিয়েছিলেন উত্তর ২৪ পরগনা জেলার আইএনটিটিইউসি-র জেলা সভাপতি তাপস দাস৷ কোনও রাখ ঢাক না রেখেই তাপসবাবু বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের তরফ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখন থেকে বাংলাভাগের চক্রান্তকারী বিজেপির নেতাদের অঙ্গচ্ছেদ করব আমরা৷ ওদের বাংলার বুকে থাকতে দেব না৷’’