তৈরি হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। তবে এখন উঠে আসছে রণবীর কপূরের নাম। মনে করা হচ্ছো বলিউডের চকোলেট বয়কেই দেখা যাবে দাদার ভূমিকায়।
শোনা যাচ্ছে সৌরভের জীবনচিত্র তৈরি করার জন্য বিশাল অঙ্কের অর্থ নিয়ে নামছে ভায়াকম প্রযোজনা সংস্থা। ১৯৯৬ সালে শতরান দিয়ে অভিষেক, স্টিভ ওয়-র অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়া, লর্ডসের বারান্দায় জামা ওড়ানো থেকে ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা। দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা। বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান সৌরভের জীবনে নানান ওঠাপড়া। তাঁর জীবন টেক্কা দিতে পারে যে কোনও ছবিকেই। সেই ভাবনাই এ বার প্রযোজনা সংস্থার মাথায়।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জীবনচিত্র নজর কেড়েছিল। অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কপিল দেবের জীবনচিত্রও তৈরি হচ্ছে। অভিনয় করবেন রণবীর সিংহ। মিতালী রাজকে নিয়ে তৈরি হতে চলা জীবনচিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। কাজ চলছে ঝুলন গোস্বামীর জীবনচিত্র নিয়েও। সেখানে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। এ বার জল্পনায় সৌরভের জীবনচিত্র।
রণবীর যদিও এই প্রথম কোনও জীবনচিত্রে কাজ করছেন না। এর আগে সঞ্জয় দত্তের জীবনচিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এ বার সৌরভের চরিত্রেও তাঁকেই দেখা যাওয়ার সম্ভাবনা। প্রথমে তাঁর জীবন নিয়ে ছবি হওয়াতে রাজি ছিলেন না সৌরভ। পরে যদিও তিনি রাজি বলেই জানা গিয়েছে। ফলে সব ঠিকঠাক থাকলে শীঘ্রই চূড়ান্ত হতে পারে।