আব্দুস সামাদ, জঙ্গিপুর:- মোবাইল গেমে আসক্ত ছেলে। বাবা মোবাইলে গেম খেলতে বারণ করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাবুবাজারে। পরিবার সূত্রে জানা যায়, মোবাইলে গেম না খেলে পড়াশোনায় মনোযোগ দিতে বলেন তার বাবা। পুলিশের অনুমান তার জেরেই শোয়ার ঘরের ফ্যানে মায়ের কাপড় জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বছর তেরো’র নাবালক। নাবালকের নাম আইয়ুস সাহা(13)। একের পর এক এমন অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছে নাবালক নাবালিকারা। এ ধরনের মোবাইল গেম কি আদৌ প্রয়োজন আছে নাকি এসব কেবল সমাজের অসুখ?প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।