এবার মুখোমুখী ইতালি-আর্জেন্টিনা! ইউরো আর কোপা চ্যাম্পিয়নদের দ্বৈরথ দেখা যাবে সুপার কাপে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210714_140355

নিউজ ডেস্ক : গত রবিবার আটলান্টিক মহাসাগরের দুই পারের দুই মহাদেশ পেয়েছে তাদের ফুটবল মাঠের নয়া চ্যাম্পিয়নদের। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১ গোলের ব্যবধানে পরাজিত করে কোপার শিরোপা নিজেদের নামে করেছে আর্জেন্টিনা। অন্যদিকে লন্ডনে ইংলিশদের ঘরের মাঠে ইংল্যান্ডকে পেনাল্টিতে পরাজিত করে ইউরো কাপের ওপর নিজেদের অধিকার সুনিশ্চিত করেছে ইতালি। এবার ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক দুই মহাদেশের এই দুই পরাশক্তি একটি ম্যাচে মুখোমুখি হতে চলেছে বলে খবর।

 

 

খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিয়েরো ওলের খবরে বলা হয়েছে, খুব শিগগিরই ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

 

জানা গেছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফার মধ্যে এই নিয়ে বেশ কিছু সময় কথাবার্তা চলার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে।

 

আর্জেন্টিনার কিংবদন্তি মারাদোনার শহর নেপলসে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গিয়েছে। এই খেলাটির নাম ম্যারাডোনা সুপার কাপ রাখা হবে। তবে ম্যাচটি আয়োজনের ব্যাপারে বলা হলেও ঠিক কোন সময়ে তা অনুষ্ঠিত হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে ২০২২ এ কাতার বিশ্বকাপের আগে যেকোনো সময় ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর