আজই ওয়ানডে সিরিজ পকেটে পুরে ফেলতে মরিয়া ধাওয়ানরা

কলম্বো: প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে দিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন তরুণ ভারত। আজ দ্বিতীয় ওয়ানডে। এরপর একটি ম্যাচ বাকি থাকলেও আজই লঙ্কা-বধ করে সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে টিম ইন্ডিয়া।

 

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্থায়ী কোচ দ্রাবিড়ের ছেলেরা। ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে রবি শাস্ত্রী থাকায় করোনার সময় লঙ্কায় উড়িয়ে আনা সম্ভব হচ্ছিলনা তাঁকে। ফলে অস্থায়ী কোচ নিয়োগ করা হয় দ্রাবিড়কে। আর প্রথম ম্যাচেই নজর কাড়েন এই প্রাক্তন ক্রিকেটার। কোচ হিসাবে সফল হলেন প্রথম ম্যাচেই। এর আগেও তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।

 

প্রথম ম্যাচে দুরন্ত জয় এলেও তরুন ক্রিকেটারদের নিয়ে চিন্তিত সবচেয়ে বেশি বয়সে অধিনায়কত্ব পাওয়া ধাওয়ান। আরও পরিণত হতে হবে ক্রিকেটারদের বলে জানান তিনি। যদিও দুই অভিষেক বয় ইশান কিশান ও সূর্যকুমার যাদবের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। এর আগেও একই ম্যাচে এই দুজনের অভিষেক হয় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।

 

 

টিম সূত্রে খবর, আজ ভারতের দল অপরিবর্তিত থাকবে। সঞ্জু স্যামসনের চোট থাকায় তাঁর দলে ফেরা কার্যত অসম্ভব। শ্রীলঙ্কা দলে পরিবর্তন হতে পারে। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ জুলাই। তারপর ২৫,২৭ও ২৯ জুলাই তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ভারত।

Latest articles

Related articles