শামীম সরকার স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে ইয়াবা বিক্রির সময় ১৫ পিস ইয়াবাসহ মো. মাসুম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. মাসুম জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার তোতা মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মো. মাসুম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মাদকসহ সে আগেও গ্রেপ্তার হয়েছিল। এরপরও সে মাদক ব্যবসা থেকে নিবৃত্ত হয়নি।
শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করার সময় ইয়াবা বিক্রির সময় ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. মাসুমকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা (নং- ২১, তাং- ২৪/০৭/২১ ইং, ধারা- মা.নি.আ. ৩৬(১) এর ১০(ক)) দায়ের করা হয়েছে।
পরে শনিবার (২৪ জুলাই) দুপুরে তাকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।