এনবিটিভি ডেস্ক: ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে দু দেশের লড়াই যে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত ছিল। ২৪ অক্টোবর বাবর আজমদের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা।
দুটি গ্রুপে চারটি করে দল রয়েছে। ৮টি দল নিয়ে প্রথমে হবে বাছাই পর্বের খেলা। এরপর সেখান থেকে চারটি দল উঠবে। তাদের ভাগ করে দেওয়া হবে দুটি গ্রুপে।
বাছাই পর্বের খেলায় বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ওমানের মতো দেশগুলি খেলবে।
গ্রুপ ২ তে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দল। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত।