নিউজ ডেস্ক : আফগানিস্থানে গত এক সপ্তাহের মধ্যে প্রায় ১৮ টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান। অবস্থা বেগতিক দেখে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব পর্যন্ত দিয়েছে পশ্চিমা সমর্থিত ঘানি সরকার। এমতাবস্থায় আফগানিস্তান থেকে সমস্ত দ্রুতবাস কর্মীদের এবং নাগরিকদের ফিরে আসার জন্য নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। তালিবান ভারতকে আফগানিস্তান প্রশ্ন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার জন্য হুঁশিয়ারি দিয়েছে তারা জানিয়েছে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটাতে চাই না তবে ভারত বর্ষ এই ব্যাপারে নিরপেক্ষ থাক।
তালেবানের সাথে ভারত সরকারের সম্প্রতি বৈঠক হয়েছে- বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তা প্রকাশ হয়। দোহাসহ অন্যান্য জায়গায় তালেবানের সাথে ভারতের এক প্রতিনিধিদলের কয়েকটা বৈঠক হয়েছে। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই।
বৃহস্পতিবার ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে তালিবানের প্রতিনিধিদলের বৈঠক হয়। এ বিষয়ে আমি নিশ্চিত।’ তালিবান ক্ষমতায় গেলে আইএস বা আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।