গোলাম হাবিব, মালদাঃ মালদার নিমাইসারা পাওয়ার হাউসে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পাওয়ার হাউসে থাকা নৈশ প্রহরীদের কাছ থেকে জানা যায়, রাতে ধারাল অস্ত্রধারী বেশ কয়েকজনের একটি ডাকাত দল হানা দেয় নিমাইসারা পাওয়ার হাউসে। সেখানে থাকা বেশ কয়েকজন নৈশ প্রহরীকে মারধর করে তাদের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর হাত পা বেধে চলে ব্যাপক হারে লুটপাট। লুটপাট শেষে ডাকাতরা গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সহকর্মীদের উদ্ধার করার পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই বিষয়ে সাউথ মালদা ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার অনির্বাণ সাহা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।