পুননির্মিত নূর মহম্মদের স্মৃতি মঞ্চের শুভ উদ্বোধন ধুলিয়ানে

ধুলিয়ান: ধুলিয়ান কাঞ্চনতলা হাইস্কুলে নূর পরিবারের অবদানে বিগদ দিনে মরহুম নূর মহম্মদ সাহেবের স্মৃতিতে তাঁর নামে একটি মঞ্চ নির্মাণ করা হয়েছিল। বর্তমানে স্কুলকে নতুন করে সাজানোর কারণে মঞ্চটি ভেঙে পুনরায় নতুন করে তাঁর সেই স্মৃতি মঞ্চ নির্মাণ করা হল। আর শুক্রবার সেই মঞ্চের শুভ উদ্বোধন করা হলো।

নতুন করে মঞ্চটি উদ্বোধন করেন নূর পরিবারের সুপুত্র ও সামশেরগঞ্জের বিশিষ্ট সমাজসেবী, শিল্পপতি, শিক্ষানুরাগী তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় ও স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিগণ এবং বিশিষ্ট সমাজসেবী।

Latest articles

Related articles