বিশ্বজিৎ কর্মকার,ইসলামপুর : ভোটের আগে থেকেই চলছে মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পের তৎপরতা। “লক্ষীর ভান্ডার প্রকল্প” এই হালে খাতা খুললেও “দুয়ারে সরকার” সবসময়ই আছে। প্রশাসনিক বিভাগ অত্যন্ত দায়িত্বের সঙ্গে সব জায়গায় এই প্রকল্প সম্পন্ন করার চেষ্টা করছে।
আজ জলঙ্গী ব্লকের দ্বিতীয় দিনের “দুয়ারে সরকার” কর্মসূচি চলছে,আর সঙ্গে শোনা যাচ্ছে বিভিন্ন রকম দুর্নীতির কথাও। সেই অভিযোগ খতিয়ে দেখতে এদিন জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের ফরিদপুর হাই স্কুল ও খোয়রামারী অঞ্চলের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন জেলা শাসক, ডোমকল সি আই ও সহকারী বিডিওসহ ব্লক আধিকারিক গন।