হেডিংলি টেস্টে লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের। তৃতীয় দিনে ব্যাট হাতে লড়াই করেছিল রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা। যার ফলে চতুর্থ দিনে ম্য়াচের প্রত্যাবর্তনের আশা করছিল ভারতীয় সমর্থকরা। কিন্তু চতুর্থ দিন অলি রবিনসন ও ক্রেইগ ওবারটনের আগুনে বোলিংয়ে লাঞ্চের আগেই ধরাশায়ী বিরাট কোহলির দল। ২৭৮ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। যার ফলে এক ইনিংস ও ৭৬ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ইংল্যান্ড।
প্রথম দিনেই ভারতকে ৭৮ রানে অলআউট করে। পরে নিজেরা করে প্রথম ইনিংসে করে ৪৩২ রান। লিড নেয় ৩৫৪ রানে। জবাবে ভারত তৃতীয দিন শেষ করে ২ উইকেটে ২১৫ রান। কিন্তু চতুর্থ দিনে বাকি আট উইকেটে ভারত করতে পারলো মাত্র ৬৩ রান। রবিনসনের দারুণ বোলিংয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড।
কাঙ্ক্ষিত সেঞ্চুরির খুব কাছে থাকা চেতেশ্বর পুজারাকে ফিরতে হয় আক্ষেপ নিয়ে। ৯১ রান নিয়ে আগের দিন শেষ করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান শনিবার নামের পাশে যোগ করতে পারেননি কোনো রান। দিনের চতুর্থ ওভারেই তাকে এলবিডব্লিউ করে দেন রবিনসন। ১২০ বলে ফিফটি স্পর্শ করা কোহলিও টিকতে পারেননি বেশিক্ষণ। এবারো দৃশ্যপটে সেই রবিনসনই। তার লেংথ বল ভারত অধিনায়কের ব্যাটের কানা নিয়ে জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। করেন ৫৫ রান। এই দু’জনের বিদায়ের পর আর কেউ মাথা তুলে দাড়াতে পারেনি।
রবিনসন নেন ৫ উইকেট। ওভারটন তিনটি, অ্যান্ডারসন ও মঈন আলী নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা রবিনসন।অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের দিক থেকে রুট ছাড়িয়ে গেলেন মাইকেল ভনকে। ইংল্যান্ডের নেতৃত্বে সবচেয়ে বেশি জয় এখন রুটের, ২৭টি। সাবেক অধিনায়ক ভনের ছিল ২৬টি।