জলঙ্গিতে জমিতে চাষ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক কৃষকের

এনবিটিভি ডেস্ক: মঙ্গলবার জলঙ্গিতে দুপুর দেড়টা নাগাদ বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হল। মৃতের নাম নিস্তার আলী মন্ডল(৩৭)। ঘোষপাড়া অঞ্চলের চর পরাশপুর গ্রামের বাসিন্দ তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল বেলায় নিজের ক্ষেতের কাজ করতে মাঠে যান তিনি। তার পরে দুপুরে হঠাৎ মেঘলা আকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদুৎ-সহ বৃষ্টি শুরু হয়। আর তখনই বজ্রপাতে মৃত্যু হয় ওই কৃষকের।

এদিন পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যর আবেদন করা হয়েছে। এই ঘটনায় পরিবার ও এলাকাই শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার খবর পেয়ে জলঙ্গী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Latest articles

Related articles