সালানপুরে পালিত হল আদিবাসী সমাজের কর্মা উৎসব

উজ্জ্বল দাস,আসানসোল: সালানপুর ব্লকের জিৎপুর- উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের জিৎপুর ফুটবল ময়দানে মঙ্গলবার পালন করা হয় ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব। এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়।এছাড়াও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী উপপ্রধান বন্দনা মন্ডল,সমাজসেবী ভোলা সিং ,সদস্য সুজিত মোদক সহ অনেকে।

এদিনের এই অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাঁকে বিশেষ সম্মান জানান।

এদিন বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন।

Latest articles

Related articles