অভিষেক ম্যাচে ঝড় তুলে KKR-কে জেতালেন আইয়ার

 

নিউজ ডেস্ক : ভারতের মাটিতে আইপিএলের প্রথম পর্বের ব্যর্থতা এখন অতীত। মরুদেশে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দেখা মিলল সম্পূর্ণ নতুন কলকাতা নাইট রাইডার্সের। বিরাট কোহলির রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারালেন একতরফা ম্যাচ। প্রথম ব্যাট করে মাত্র ৯২ রানে অলআউট হয়ে য়ায় আরসিবি। অনবদ্য বোলিং করেন বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসনরা। জবাবে রান তাড়া করতে অনবদ্য ব্যাটিং করেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়র। শুভমান দিল ৪৮ রান করে আউট হলেও, ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর।

লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াই দিয়ে আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের যাত্রা শুরু করে কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে প্রথমার্ধে খেলা শেষ করেছিল কেকেআর। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই কোহলিদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেয় নাইট রাইডার্স।

রাসেল, গিল ও আইয়ার, তিনজনকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বরুণ চক্রবর্তী। রাসেল ৯ রানে ৩ উইকেট নেন। গিল ৪৮ রান করে আউট হন। বেঙ্কটেশ আইয়ার অপরাজিত থাকেন ৪১ রান করে। তবে ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা ও সচিন বাবির উইকেট নেওয়া ছাড়াও কাইল জেমিসনকে রান-আউট করেন বরুণ। সঙ্গত কারণেই তাঁর হাতে ওঠে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।

উলটো দিকে আন্ডারডগ হিসেবে শুরু করেই বাজিমাত কেকেআরের। গত পর্বে সাতটার মধ্যে পাঁচটাতেই হেরেছে নাইটরা। এই পরিস্থিতি থেকে নকআউটে পৌঁছনো যে অত্যন্ত কঠিন, তা বেশ ভালই জানেন বিশ্বকাপ জয়ী কোচ। কিন্তু বিনাযুদ্ধে হাল ছাড়ার পাত্র নন তিনি। সেটাই আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে বুঝিয়ে দিতে চাইলেন। আর ক্যাপ্টেনের মর্যাদা রাখলেন সতীর্থরা। ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ওপেনার গিল। কেকেআরের ওই একটাই উইকেট ফেলতে পারে আরসিবি। তাই দিনের শেষে ৯ উইকেটে অনায়াসে ম্যাচ পকেটে পুরে ফেলল শাহরুখের দল।

রবিবারই বিরাট কোহলি জানিয়েছেন, এবারই অধিনায়ক হিসেবে তাঁর শেষ আইপিএল। তাই অন্তত এবার ট্রফি খরা কাটাতে মরিয়া তিনি। কিন্তু শুরুটা যা হল, তাতে যে কোহলি একেবারেই সন্তুষ্ট হবে না, তা বলাই বাহুল্য।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৯২/১০ (পাড়িক্কল-২২, বরুণ-১৩/৩, রাসেল-৯/৩)
কলকাতা নাইট রাইডার্স: ৯৪/১ (গিল-৪৮, চাহাল-২৩/১)
৯ উইকেটে জয়ী কেকেআর

Latest articles

Related articles