বিশ্বকাপ চার নাকি ২ বছর অন্তর হবে? বৈঠক ডাকল ফিফা

এনবিটিভি ডেস্ক: বিশ্বকাপ ফুটবল চার নাকি দু’বছর অন্তর হবে, তা চূড়ান্ত করতে বৈঠক ডাকল ফিফা। ৩০ সেপ্টেম্বর ২১১টি সদস্য দেশ, ক্লাব, লিগ ও ফুটবলারদের সংগঠনের মতামত নেবে ফিফা।

বিশ্বে ফুটবলের প্রসারে আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে গঠিত কমিটি প্রস্তাব দেয়, দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের। তীব্র আপত্তি জানায় ইউরোপ (উয়েফা) ও দক্ষিণ আমেরিকার (কনমেবল) ফুটবল ফেডারেশন। সমস্যার সমাধানসূত্র বার করতেই এই বৈঠক ডেকেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

 

গত ২১ মে ৭১তম ফিফা কংগ্রেসে দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা প্রথম জানানো হয়। তাদের সমর্থন করে মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (কনকাকাফ) এবং এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা (এএফসি)। চলতি মাসের শুরুর দিকে বিশ্বকাপজয়ী ও প্রাক্তন ফুটবলারদের মতামত নিয়েছিল ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা মনে করে, দু’বছর অন্তর বিশ্বকাপ হলে অনেক বেশি দেশ খেলার সুযোগ পাবে। আয়ও বাড়বে ফিফার। এই অর্থ তারা ফুটবলে পিছিয়ে থাকা দেশগুলির উন্নয়নে ব্যবহার করবে। ফিফার এই উদ্যোগের বিরোধিতা শুরু থেকেই করেছে শক্তিশালী দুই সংস্থা উয়েফা ও কনমেবল। তারা মনে করে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বকাপ কৌলীন্য হারাবে। ক্ষতিগ্রস্ত হবে ইউরো কাপ ও কোপা আমেরিকার মতো প্রতিযোগিতা।

Latest articles

Related articles