উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোলের কুমারপুরে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে 70 জন মানুষ জাতি শংসাপত্র পেল। শুক্রবার তাদের হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এদিন কুমারপুর কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতি পরিষদ বিতরণ করা হয়েছে। জানা গিয়েছে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আসানসোলের কুমারপুরে দুয়ারে সরকার শিবিরে বহু মানুষেরা তাদের জাতি শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের কয়েক দিন পরেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে তাদের জাতি শংসাপত্র তৈরি করা হয়। এদিন কুমারপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে 70 জন মানুষের হাতে জাতি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন, প্রশাসনের আধিকারিক, পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলার দীপা চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
Related articles