অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য খোলা হলো বিনামূল্যের বস্ত্র বাজার দিনাজপুরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-09-24 at 4.01.39 PM

জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ করোনা আবহে সারা রাজ্য জুড়ে সমস্যায় পড়েছেন অসহায় গরীব মানুষজন। সে তালিকা থেকে বাদ যায়নি সুদুর দক্ষিন দিনাজপুর জেলা। এবার সেই সব মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইন্দুস ফাউন্ডেশন’। শুক্রবার তাদের পক্ষ থেকে একটি বিনামূল্যের বস্ত্রের বাজার খোলা হলো। জানা যায় এখানে অপ্রয়োজনীয় বাড়তি কাপড় দিয়ে বিনিময়ে কাপড় নেওয়া যাবে। সাথে কাপড় দেওয়া যাবে এখানে। এই দিন কাপড় নিতে এলাকার বহু অসহায় দুঃস্থ মানুষেরা ভিড় জমান।

এই বস্ত্র বাজারের নাম দেওয়া হয় ‘উদারতার বস্ত্র বিপনী’ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বুনিয়াদপুর সহ জেলার বাসিন্দারা। এদিন এই বস্ত্র বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহর তৃণমূল যুব সভাপতি তন্ময় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা, উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সাধন সরকার সহ অন্যান্যরা। জানা গেছে, বছরভর প্রত্যেকদিন এখান থেকে এলাকার মানুষজন তাদের প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করতে পারবেন যা স্বাচ্ছন্দে নিতে পারবেন সকলে। এইদিন কাপড় নিতে আসা এক মহিলা সর্বপ্রথম বিনামূল্যের বস্ত্র বাজারের ফিতে কেটে বাজারের সূচনা করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর