এনবিটিভি ডেস্ক : ‘ধর্ম যার যার, উৎসব সবার’, সত্যি কি তাই? পাঠ্য বই বলছে অন্য কথা! ভেদাভেদের ‘ABCD’ কি শেখানো হচ্ছে পাঠ্য বইয়েই! এনসিআরটি-র দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের মাধ্যমে শেখানো হচ্ছে ধর্মীয় ভেদা-ভেদ। সাত বছর বাচ্চাদের শেখার কোথা,কিভাবে ভাষা শিক্ষা করতে হয় । সেখানে দেওয়া হচ্ছে ধর্মীয় বিভক্তি করনের শিক্ষা।
“প্রথমে লেখা ঈদ উল ফিতর। আর খুশির ঈদ সম্পর্কে বলতে গিয়ে লেখা, ‘মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করেন। রমজানের পর ঈদ উল ফিতর পালিত হয়।’ অধ্যায়ের ঠিক নীচেই লেখা গণেশ চতুর্থী। এই উৎসবের বর্ণনা দিতে গিয়ে বইয়ে বলা হয়েছে, ‘গণেশ চতুর্থী আমরা পালন করি।”
আর এই ‘আমরা-ওরা’-তেই চোখ আটকেছিল খুদের পরিবারের। এই ‘আমরা-ওরা’ ভেদভেদের ছবি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিলেন ওই শিশুর বাবা সফি মল্লিক। তিনি এই লেখা ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘মেয়ের বই’।
এই পোস্ট ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। এক নেটিজেন লিখেছেন, ‘সুকৌশলে এগুলি শিশুদের মাথায় প্রবেশ করানো হচ্ছে।‘ আরও এক নেটিজেন লিখেছেন, ‘একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে আমি খুব লজ্জিত। একটা পাঠ্য বই কী করে এইভাবে তৈরি হতে পারে আমার জানা নেই।‘