জলে ডুবে ক্যানিং, শিশুকে পোলিয়ো টিকা খাওয়াতে হাঁড়িতে ভাসিয়ে আনলেন বাবা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-09-27 at 4.45.08 AM

হাসিবুর রহমান,ক্যানিং ঃ  সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। সেই জমা জলে সাধারন মানুষের জীবন বিপর্যস্ত। সেই বিপর্যস্ততার চিত্র দেখা গেল ক্যানিং-২ নম্বর ব্লকে।

লাগাতার বৃষ্টিতে গ্রামের মাটির রাস্তা এখন জলাশয়। বাড়ির চতুর্দিকে জল। সদ্য বাবা হওয়া নিজামুদ্দিন মোল্লা তাই কার্যত ঘরবন্দি। তারই মধ্যে রবিবারের সকালে ‘আশাদিদিদের’ ডাকাডাকি: ‘পোলিয়ো খাওয়ানোর বাচ্চা থাকলে নিয়ে এসো গো…।’

জল যতই ঘিরে ধরুক, দেরি করতে চাননি ব্যাগ তৈরির কারিগর নিজামুদ্দিন। নবজাতককে বড় মুখওয়ালা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে শুইয়ে জলে ভাসিয়ে পোলিয়ো টিকা খাওয়াতে নিয়ে গেলেন তিনি। সঙ্গীর কাঁধে চাপিয়ে আনলেন আড়াই বছর বয়সের বড় ছেলে শামিমকেও। বললেন, “বাচ্চা দু’টোকে পোলিয়ো তো খাওয়াতেই হবে। তাই এ ভাবেই পৌঁছে গেলাম।” ক্যানিং-২ নম্বর ব্লকের সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের সিংহেশ্বর সাবসেন্টার এলাকা জলের তলায়। আবার শুরু হওয়া বৃষ্টিতে পরিস্থিতি কোন দিকে যাবে, ভাবলেই শিউরে উঠছেন বাসিন্দারা। পোলিয়ো টিকা খাওয়াতে এ দিন সেখানেই নবজাতককে হাঁড়িতে ভাসিয়ে নিয়ে আসতে দেখে চমকে উঠেছিলেন আশাকর্মী থেকে এএনএম (২) বা অগ্জ়িলিয়ারি নার্স মিডওয়াইফ-ও।

ক্যানিং বহুদিন ধরেই খবরের শিরনামে। তৃনমূল বিধায়ক শওকাত মোল্লার নামের সঙ্গে সঙ্গেই উঠে আসে ক্যানিঙের নাম। ক্যানিং সম্পূর্ণভাবে মুসলিম অধ্যুষিত এলাকা। রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে সর্বদায় ভোটের ট্রামকার্ড সাজিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই মুসলিম অধ্যুষিত এলাকা জলের তলায়। কেন এই সব এলাকার নিকাশি ব্যবস্থা এখনও ঠিক করে হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তুলছে ক্যানিংবাসী।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর