জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়

মালদা: জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে।

পুলিশ সূত্রে খবর,  মৃত যুবকের নাম রনি দাস (২২)। তিনি ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। তিনি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা।

এদিন সকালে প্রাতঃভ্রমণ করার সময় জোড়া মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ দুটির পাশেই পড়েছিল ওই যুবকের বাইক। যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দু’জনকে।  মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে, যুবকের পরিবার সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত আছে, কেন খুন করা হল তাঁদের? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles